Home Uncategorized মোদির ডান হাত খ্যাত অমিত শাহ কত ভোট পেলেন!

মোদির ডান হাত খ্যাত অমিত শাহ কত ভোট পেলেন!

by Londonview24
0 comment

আসাদুজ্জামান সাফি- লন্ডন থেকেঃ ভারতে নরেন্দ্র মোদির ডান হাত হিসেবে পরিচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবারের লোকসভা নির্বাচনে গান্ধীনগর আসনে দুই লাখের বেশি ভোটে জয়ী হয়েছেন।

গান্ধীনগর আসনটির অবস্থান ভারতের গুজরাট রাজ্যে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। সকাল পৌনে ১০টার তথ্য অনুযায়ী, ভোট গণনার প্রাথমিক পর্যায়ে ২১ হাজার ৬৭৪ ভোটে এগিয়ে ছিলেন অমিত শাহ। 

এনডিভির তথ্য বলছে, আসনটিতে ৩ লাখ ৯০ হাজার ৯২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন অমিত শাহ। গান্ধীনগর লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেলের মুখোমুখি হন শাহ।

একসময় গান্ধীনগর আসনের সংসদ সদস্য ছিলেন বিজেপির লালকৃষ্ণ আদভানি। তিনি ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন। বিজেপির অটল বিহারি বাজপেয়ীও এই আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী।

গান্ধীনগর আসনে গত ৭ মে ভোট হয়। আসনটি ১৯৮৯ সাল থেকে বিজেপির দখলে রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গান্ধীনগর আসনে বিজেপির হেভিওয়েট প্রার্থী অমিত শাহ প্রায় ৬ লাখ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন।

তথ্য সূত্রঃ হিন্দুস্তান টাইমস

You may also like

Leave a Comment