Home Featured ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান ২য় বারের মতো এলাকার বাহিরে আয়োজনে এলাকাবাসীর প্রতিবাদ

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান ২য় বারের মতো এলাকার বাহিরে আয়োজনে এলাকাবাসীর প্রতিবাদ

by Londonview24
0 comment

নিজস্ব প্রতিবেদন:

সিলেটের প্রাচীনতম ও শত বছরের স্বনামধন্য বিদ্যাপীঠ ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশনের সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ২য় বারের মতো আগামী ২ ডিসেম্বর ২০২৩, রোজ শনিবার অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে স্থায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অ্যালামনাই এসোসিয়েশনের এই উদ্যোগে প্রাক্তন শিক্ষক/ছাত্র/ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী তিব্র নিন্দা জানিয়ে বলেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠার কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। তাহলে আবার পুনরায় কেন এমন উদ্যোগ নেওয়া হল। তাও নাকি উক্ত অনুষ্ঠান নিজ এলাকায় না করে লক্ষনাবন্দ ইউনিয়নে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাক্তন শিক্ষক/ছাত্র/ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর দাবী এমন আয়োজন বয়কট ঘোষণা করা হবে।

You may also like

Leave a Comment