Home Uncategorized এটা হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

এটা হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

by Londonview24
0 comment

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়র দেয়া হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। যারা দলের মনোনয়ন পাননি দল তাদের যথাযথ মূল্যায়ন করবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। এবিষয়ে মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন।

পোস্টের শুরুতে তিনি বলেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই- আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিলো! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিলো। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে।

You may also like

Leave a Comment