জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা।
আজ (২৫ অক্টোবর) শনিবার অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনার অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সহ সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন,যুক্তরাজ্য শাখার সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, লন্ডন মহানগর শাখার সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া,মাওলানা মুছা আহমদ, আলহাজ্ব মুহাম্মদ বদরুল ইসলাম, প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঘোষণা করা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য আগামী জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে এবং এর ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত পাঁচ দফা দাবি কেবল আমাদের দলের দাবি নয় -এটি দেশের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি।নেতৃবৃন্দ, অন্তর্র্বতীকালীন সরকার কে অবিলম্বে জনগণের দাবি মেনে নিতে আহ্বান জানান
