Home Bangladesh প্রধান উপদেষ্টা বরাবরে ৭দফা দাবীতেজাগপা সিলেট মহানগরের স্মারকলিপি প্রদান

প্রধান উপদেষ্টা বরাবরে ৭দফা দাবীতেজাগপা সিলেট মহানগরের স্মারকলিপি প্রদান

by Londonview24
0 comment

জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগর এর উদ্যোগে ৭দফা দাবী আদায়ের লক্ষে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এর বরাবরে স্মারকলিপি প্রধান করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্নয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন এর নেতৃত্বে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু, মহানগর জাগপা নেতা আজিজুর রহমান আজিজ, যুব জাগপা নেতা আব্দুলাহ আল মামুন প্রমূখ।
স্মারকলিপি নেতৃবৃন্দ ৭ দফা উপস্থাপনা করেন। দাবিগুলো  হলো- জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ। সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ। আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করা। উপরোক্ত দাবিগুলো বাস্তবায়ন করতে সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এর কাছে জোর দাবি জানান জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment