Home BangladeshSylhet বিএনপি সনাতন সম্প্রদায়ের পাশে ছিল,আছে এবং থাকবে : খন্দকার মুক্তাদির

বিএনপি সনাতন সম্প্রদায়ের পাশে ছিল,আছে এবং থাকবে : খন্দকার মুক্তাদির

by Londonview24
0 comment

বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। দুর্গাপূজা নির্বিঘ্নে, স্বস্তিতে ও শান্তিপূর্ণভাবে পালনে বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে।
তিনি বলেন, পূজামণ্ডপ গুলোতে বিএনপির স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। এ দুর্গাপূজা নির্বিঘ্নে, স্বস্তিতে, শান্তিতে এবং উৎসবমুখর পরিবেশে পালিত হবে। সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি সনাতন সম্প্রদায়ের পাশে ছিল, আছে এবং থাকবে।
তিনি বলেন, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, বিশেষ চাহিদাসম্পন্ন এবং মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যেতে সহায়তা আমাদের সবাইকে অব্যাহত সহযোগিতা চালিয়ে যেতে হবে।
তিনি শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট নগরীর মিরাবাজারস্থ বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট’’র আয়োজনে সুবিধাবঞ্চিত মেধাবীদের স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত  কথাগুলো বলেন।
বৃত্তি প্রদান উপ-কমিটির আহবায়ক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর এর সভাপতিত্বে ও সদস্য সচিব অসিত কুমার সূত্রধর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী শ্রীযুক্তা শিলা সাহা চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহালয়া উদযাপন পরিষদ এর সভাপতি জিডি রুমু, সাধারণ সম্পাদক দীপক কুমার দাস, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাস প্রমুখ।

You may also like

Leave a Comment