২০২৩ সালের ফৌজদারী অপরাধে দায়ের করা রাজনৈতিক প্রতিহিংসা মূলক মামলায় গ্রেফতার করা হয় মহানগর ছাত্রদল নেতা ফাহিম সরকারকে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শামীমাবাদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ফাহিম সরকারের আইনজীবী কোর্টে জামিন চাইলে জামিন নামঞ্জুর করে আদালত। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠায় কোতোয়ালি থানা পুলিশ।
ফাহিম শামীমাবাদ আবাসিক এলাকার বাসিন্দা এস এম হানিফের ছেলে ও সিলেট মহানগর ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক।
এসময় ছাত্রদল নেতা মারজান তৌফিক জানান, পতিত স্বৈরাচারের আমলে প্রতিহিংসা মূলক এই মামলায় জুলাইয়ের একজন অগ্রণী সৈনিককে জামিন দেয়া হয় নি। রাজনৈতিক সেই সব মিথ্যা মামলায় এখনো দিনের পর দিন কোর্ট প্রাঙ্গনে নেতাকর্মীরা হয়রানির স্বীকার। ফাহিম সরকারকে গ্রেফতার করার মধ্যে দিয়ে প্রসাশনের নির্লিপ্ততা আর আগের সেই স্বৈরাচারী মনোভাব স্পষ্টভাবেই ফুটে উঠেছে বলে মন্তব্য করেন।
দ্রুত সময়ের মধ্যে ফাহিম সরকারকে মুক্তির দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা একই সাথে সাথে প্রসাশনের কাছে হাসিনা আমলের সকল মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিও জানান তারা।