Home BangladeshSylhet এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখায়তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখায়তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

by Londonview24
0 comment

দেশের তরুণ সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং আর্থিক ব্যবস্থাপনার সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে এনসিসি ব্যাংক পিএলসি কুমারপাড়া শাখায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। “আর্থিক মুক্তি বয়সে নয়, জ্ঞানই হয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হয় তারুণ্যের উৎসব ২০২৫।
এনসিসি ব্যাংক কুমারপাড়ার শাখার হেড অফ বিজনেস এন্ড ব্রাঞ্চ মো: জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘির পার শাখার ব্যবস্থাপক মো. আরশাদ উল্লাহ খান।
আমন্ত্রিত অতিথি তাঁর বক্তব্যে সমাজের তরুণদের জন্য আর্থিক সাক্ষরতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ লক্ষ্য পূরণে ব্যাংকের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের কথা উপস্থিতদের অবহিত করে বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জনগণের অংশগ্রহণ বাড়াতে নিয়মিতভাবে আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করে আসছে এনসিসি ব্যাংক। আজকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে ব্যাংকিং সেবা, সঞ্চয়, বিনিয়োগ ও ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতন করা। তিনি বলেন, আর্থিক সাক্ষরতা প্রসারের মাধ্যমে গ্রাহকরা নিরাপদে তাদের অর্থ লেনদেন করতে পারছেন এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন।
শাখার কর্মকর্তাগণ ডিজিটাল স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় সঞ্চয় ও ঋণ সেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে আলোচ্য বিষয়সমুহের মধ্যে ছিল, আর্থিক খাতের সেবাসমুহ (ব্যাংকিং প্রোডাক্ট), ডিজিটাল আর্থিক সেবা, ব্যাক্তিগত অর্থ ব্যাবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও জালনোট চেনা, ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন, টেকসই উন্নয়ন।
উদ্যোক্তা ও ছাত্র প্রতিনিধি হিসেবে আলোচনায় যুক্ত হন মমতাজ ইসলাম চৌধুরী, পারমিতা দাশ রাখি,অপর্ণা সেন রায়,শারমিন জানভী,জামিলুর রেজা সাকিব, চপল কুন্ডু, অংকন দাশ প্রবাল, মিশু চৌধুরী, শামছুন্নাহার সুমা,মিশু চৌধুরী, শাম্মী বেগম, হেপী রাণী দেবী প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শাখার ব্যবস্থাপক মো: জিয়াউর রহমান এবং অপারেশন ম্যানেজার সুমন্ত গুপ্ত। আরো উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার সৈয়দা ফারজানা জাবরিন, শাহ্  মিছবাউজ্জামান, রিটন চৌধুরী,  ডালিয়া দেবনাথ, সদরুল বাসার প্রমুখ। 

You may also like

Leave a Comment