লন্ডন প্রতিনিধিঃ
ব্রিটিশ এমপি ডা:রুপা হক এর নিমন্ত্রণে এবং জানালা ইউকে এবং সেন্টার ফর বেঙ্গল স্টাডি(CBFS) এর উদ্যোগে
রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষা ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষে হাউস অফ কমন্স,প্লেইস অফ ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট এর ১৫ নং কমিটি রুমে ০৮ নভেম্বর ২০২৩, লন্ডন সময় বিকাল ০৬ ঘটিকায় এক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট এমপি ডা:রুপা হক, ব্রিটিশ এমপি টম হান্ট, বার্মা ক্যাম্পিং ইউকে এর কারীন ভালটারসন , মানবাধিকার কর্মী ও সিনিয়র মিডিয়া ব্যাক্তিত্ব ডা: জাকি রেজওয়ানা আনোয়ার FRSA (MBBS,MS,PHD), ইউন সিনিয়র এসোসিয়েশন মেম্বার প্রফেসর শেরি দেলফানি (পিএচডি)। জানালা ইউকে এর প্রসিডেন্ট আমিনুল আহসান তানিম, সেক্রেটারি দেওয়ান মাহিদ, অরগানাইজেশন সেক্রেটারি ইফতি সিদ্দিকী , সেন্টার ফর বেনংগল স্টাডি স্টাডি (cfbs) এর ডিরেক্টর এম.এন হক,রাইটস অফ দ্যা পিপলস এর সভাপতি আসাদুজ্জামান সাফি, সেক্রেটারী
ফয়েজ আহমদ,সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মাসুদ
আরও উপস্থিত ছিলেন আল মামুন,আব্দুল কুদ্দুস,কাওসার আহমদ,কয়ছর রশিদ,কামরুল হাসান ভূইয়া,নাইমুল ইসলাম রিফাত,মো:রিজভী উদ্দিন আহমেদ,রুহান তারিক,জসিম উদ্দিন সহ প্রমুখ।