Home BangladeshSylhet রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের মানববন্ধন

রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের মানববন্ধন

by Londonview24
0 comment

বুরহান উদ্দিন রোডের টিলাগড় থেকে মুক্তির চক পর্যন্ত রাস্তার কাজ অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ১টায় বিদ্যালয়ের সামনে সিলেটের টুলটিকর কুশিঘাটস্থ হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি জুনেদ আহমদ, আলহাজ্ব সৈয়দ শরীফুল হোসেন, এলাকার কৃতি সন্তান সৈয়দ ফরহাদ হোসেন, আব্দুল মুকিত, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল হাসান প্রমুখ। এছাড়াও মানববন্ধনে  হাজী মোহাম্মদ সফিক হাই স্কুল ও বোরহান উদ্দিন প্রাইমারি স্কুলের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের সামনের রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। 

You may also like

Leave a Comment