বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলা থানা বাজার থেকে বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়ে উপজেলা সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মনির আহমদ এর পরিচালনায়
অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা বলেন , সেবা,ঐক্য ,প্রগতি পতাকাবাহী সংগঠন গৌরব ,ঐতিহ্য ও সংগ্রামের ৪৫ বছর অতিক্রম করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামের যে সংগঠন প্রতিষ্ঠা করেন আজ সেই সংগঠন দেশের যে কোন দূর্যোগ মোকাবিলায় অতিতের ন্যায় আরো শক্তিশালী হয়ে প্রস্তুত রয়েছে। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এর পক্ষ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ কে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম জন্মদিনের শুভেচছা জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা হাজী আব্দুল মন্নান (মনাফ) , জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক এডভোকেট খন্দকার ফরহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মনাফ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মহাম্মদ হানিফ, সাব্বির আহমেদ ,ফরহাদ আহমেদ ,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল,আনছার আহমদ, তারেক আহমদ, সালা উদ্দিন রানা, সদস্য কালা মিয়া, বাদল, আহমদ আলী, তেলিখাল ইউনিয়ন আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব আল আমিন, দক্ষিণ রনিখাই ইউনিয়ন ভারপ্রাপ্ত আহবায়ক আলা উদ্দিন, সদস্য সচিব বাশির আহমদ, ইছাকলস ইউনিয়ন আহবায়ক আজিজুল হক,সদস্য সচিব মিজানুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়ন আহবায়ক কবির আহমদ, সদস্য সচিব সামছ উদ্দিন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির আহমদ প্রমুখ ।