Home BangladeshSylhet গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিলইস্ট লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হককে অভিনন্দন

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিলইস্ট লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হককে অভিনন্দন

by Londonview24
0 comment

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী, সৈয়দপুরের কৃতি সন্তান সৈয়দ জিল্লুল হক গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জি.এস.সি) ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্ন পূরন একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ ও প্রতিষ্ঠা অর্থ সম্পাদক ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল খালিক, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ সমিতির এবং উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন মহল, সামাজিক সংগঠন, প্রতিষ্ঠানের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়।
সোমবার (১৮ আগস্ট) এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, সমাজ উন্নয়ন ও মানব সেবামূলক কাজের মাধ্যমে নিঃসার্থে দেশের কল্যাণে অগ্রনী ভুমিকা রাখায় সফল কাজের মূল্যায় হিসেবে  সৈয়দ জিল্লুল হককে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জি.এস.সি) ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি নির্বাচিত করা হয়েছে।
সৈয়দ জিল্লুল হককের দক্ষ নেতৃত্বে এই সংগঠনে মাধ্যমে দেশে-বিদেশে মানবতার কল্যাণে কার্যক্রম আরো গতিশীল হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ, ২৩ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জি.এস.সি) ইস্ট লন্ডন ব্রাঞ্চের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি সৈয়দ জিল্লুল হক, সেক্রেটারি সাহান চৌধুরী, ট্রেজারার সালেহ আহমেদ নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন- ফারুক মিয়া, কামরান হাসান রাজিদ, মোঃ নিয়ামুল হক মেক্সম, মোহাম্মদ শাজাহান, মোঃ আলি নেওয়াজ, মোঃ সফর উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, মোঃ রেদওয়ান হোসেন, জাহেদ মিয়া, জাগুল খান, লিটন আহমেদ, মোহাম্মদ একলাকুল রহমান, সৈয়দ শাহিদুল ইসলাম, মোঃ আভাব মিয়া, মোঃ আবদুস সুবহান, মির্জা আবুল কাসেম, আমির হোসেন, ফারুক মিয়া, কাজী তাজ উদ্দিন আহমেদ, ওয়ালিদুর রহমান, মোঃ নুর আহমদ, তাজ উদ্দিন, মোহাম্মদ শিপলু আহমেদ, মোক্তার আহমদ, মোস্তাক আহমদ, মোজির উদ্দিন, সাইফুল ইসলাম, শোয়েল আহমেদ, আশরাফ হুসেইন, বকুল আহমেদ, ময়নুল ইসলাম, সালেহ আহমেদ। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সবাইকে শুভেচ্ছা জানান। 

You may also like

Leave a Comment