সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। এই ৩১ দফা হচ্ছে এ দেশের মানুষের মুক্তির সনদ। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই ৩১ দফা বাস্তবায়িত হবে। ফ্যাসিবাদের দোসররা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসরদের ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় কানাইঘাটের একটি কমিউনিটি সেন্টারে কানাইঘাট পৌর যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ কানাইঘাট উপজেলা যুবদলের কমিটি গঠনে লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ নিয়ে স্বপ্ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত সময়ের রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানান।
কানাইঘাট উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাজ উদ্দীন সাজুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. শফিক আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মশিউজ্জামান চৌধুরী শাহিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক চৌধুরী শামীম, আবুল হাসিম, ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, স্বাস্থ বিষয়ক সম্পাদক বদরুল আলম, সিনিয়র সদস্য আব্দুল জলিল, উপজেলা যুবদল নেতা আর.এ বাবলু, দেলোয়ার ইসমাইল, আবুল বাসার, দেলোয়ার হোসাইন, আব্দুল খালিক প্রমুখ।
এছাড়াও কর্মী সভায় কানাইঘাট উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।