Home Bangladesh সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সাংস্কৃতিকঅনুষ্ঠান পরিদর্শনে ইন্ডিয়ান হাই কমিশনার

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সাংস্কৃতিকঅনুষ্ঠান পরিদর্শনে ইন্ডিয়ান হাই কমিশনার

by Londonview24
0 comment

সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়।
গত শনিবার নগরীর মির্জাজাঙ্গালস্থ শ্রীশ্রী নিম্বার্ক আশ্রমে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিদর্শন করেন ইন্ডিয়ান হাই কমিশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি মিস্টার চন্দ্র শেখর, সহকারী হাই কমিশনার মিস্টার টি হান্সিং, মিস্টার মানস কুমার মুসতাফি।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ডা. বনদীপ লাল দাশ, জন্মাষ্টমি উদযাপন পরিষদ আহবায়ক শিবব্রত ভৌমিক চন্দন, এডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী, এডভোকেট শংকর কুমার দেব, হারান চক্রবর্তী, জন্মাষ্টমি উদযাপন পরিষদ সদস্য সচিব রাজীব কুমার দে, মিহির দেব, ঝলক আচার্য্য, রজত চক্রবর্তী, সাজন রায় সাজু, অমিত ত্রিবেদী প্রমুখ।

You may also like

Leave a Comment