Home Bangladesh শ্রীহট্টপুরোহিত মন্ডলীর প্রথম সভা ও কার্যকরি কমিটি গঠন

শ্রীহট্টপুরোহিত মন্ডলীর প্রথম সভা ও কার্যকরি কমিটি গঠন

by Londonview24
0 comment

শ্রীহট্ট পুরোহিত মন্ডলীর ৩ বৎসরের জন্য কার্যকরী কমিটি গঠন ও প্রথম সভা শুক্রবার (১লা আগস্ট, ২০২৫ইং) শ্রীহট্ট সংস্কৃত কলেজ বিষ্ণু মন্দিরে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শ্রীহট্টপুরোহিত মন্ডলীর ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শ্রীহট্ট পুরোহিত মন্ডলীর কার্যকরী কমিটির সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্তী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী জগৎজ্যোতি ভট্টাচার্য্য চন্দন এর পরিচালনায় সভায় কার্যকরী কমিটির সকল সদস্য শপথ গ্রহণ করেন। এ ছাড়াও সভায় বিগত সাধারণ সভার খরচের হিসাব অনুমোদন করা হয় চলতি সনের বেদবার্তা প্রকাশনা সহ  বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
কার্যকরি কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্তী, সিনিয়র সহ সভাপতি যশোদা নন্দন চক্রবর্তী, রাকেশ চন্দ্র শর্মা, সহ সভাপতি হিমাংশু শেখর চক্রবর্তী, অমৃত রায় ভট্টাচার্য্য দুলাল, গোপেন্দ্র চক্রবর্তী মানিক, দেবব্রত চক্রবর্তী দেবু, বিদ্যুৎজ্যোতি চক্রবর্তী, তাপস চক্রবর্তী, অরুন অধিকারী, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ভট্টাচার্য্য চন্দন, যুগ্ম সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী, প্রদ্যুম্ন ভট্টাচার্য্য, সহ সম্পাদক হিরণ গোস্বামী রিপন, সুনির্মল চক্রবর্তী সামু, সিতাংশু পাঠক সাবলু,্ রবীন্দ্র চক্রবর্তী তপন, মিহির চক্রবর্তী মৃদুল, কোষাধ্যক্ষ যোগেশ্বর চক্রবর্তী পিন্টু, সহ-কোষাধ্যক্ষ বিপ্লব ভট্টাচার্য্য বিভু, দপ্তর সম্পাদক রঞ্জিত ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন ভট্টাচার্য্য, বারীন্দ্র মোহন্ত, সত্যজিৎ চক্রবর্তী সজীব, তথ্য প্রচার সম্পাদক রজত চক্রবর্তী, সহ তথ্য ও প্রচার সম্পাদক উত্তম কুমার ভট্টাচার্য্য বাচ্চু, সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী, সহ সাংস্কৃতিক সম্পাদক হিল্লোল শর্মা, আইন সম্পাদক অশোক গোস্বামী, সহ আইন সম্পাদক দীপন আচার্য্য, ধর্ম ও প্রশিক্ষণ সম্পাদক মৃনাল পুরকায়স্থ, সহ ধর্ম ও প্রশিক্ষণ সম্পাদক পলাশ চক্রবর্তী, কার্যকরি সদস্য পল্লব ভট্টাচার্য্য, কিশোর ভট্টাচার্য্য জনি, সুশীল শর্মা, শ্যামা কান্ত চক্রবর্তী, বিদ্যা ভুষন চক্রবর্তী, পৃথীশ চক্রবর্তী, সঞ্জীত শর্মা, হিরক চক্রবর্তী। বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক
জগৎজ্যোতি ভট্টাচার্য্য চন্দন
সাধারণ সম্পাদক
তাং- ০২.০৮.২০২৫ইং

You may also like

Leave a Comment