Home Bangladesh সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সিলেট জেলারতৃতীয় মাসিক ধর্মচক্র ও কমিটি গঠন সম্পন্ন

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সিলেট জেলারতৃতীয় মাসিক ধর্মচক্র ও কমিটি গঠন সম্পন্ন

by Londonview24
0 comment

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সিলেট জেলা শাখার তৃতীয় মাসিক ধর্মচক্র ও কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় সিলেট নগরীর কালীঘাটস্থ জগন্নাথ জিউড় আখড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, টিম লিডার সাগর সরকার, প্রথম সহকারি টিম লিডার বিষ্ণু রবি দাস (রকি), দ্বিতীয় সহাকরি টিম লিডার রতিন্দ্র বৈদ্য, তৃতীয় সহকারি টিম লিডার নির্জয় দাস।  
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার টিম লিডার দুর্জয় পুরকায়স্থ, সহ টিম লিডার লাকি রানী চন্দ, সিনিয়র সদস্য অরুন, অপু দাস, সঞ্জয় কান্তি দাস, সুকান্ত দাস, দিপু দাস, ইমন চন্দ্র, জনি সরকার, শৈলেন বিশ্বাস, বিধান মালাকার, শুভ মালাকার, অনন্ত মালাকার, জনি দাস, প্রেম লাল প্রমুখ। বিজ্ঞপ্তি
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সিলেট জেলার প্রধান উপদেষ্টা তাপশ তালুকদারের সভাপতিত্বে ও প্রশান্ত দাস নীল এবং বিষ্ণু রবি দাস (রকি) এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান হিমেল মিস্ত্রি। প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মানিক হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান হিমেল মিস্ত্রি বলেন, আমি জানি আপনাদের সিলেট জেলা একটা শান্তিপূর্ণ জেলা আমি মনে করি আপনারা সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর পক্ষে হয় সনাতনদের এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং আমরা আজকে যে টিমটা গঠন করে গেলাম সেই টিমটা যাতে সবার মধ্যে সমানভাবে কাজ করে কারো মধ্যে যে ধর্মীয় কোন অহংকার বা  অগ্রবাদিতা সৃষ্টি  না করে  কারণ আমাদের সনাতন সবসময় শান্তি নিয়ে আসে আমরা কারো প্রতি কোন অবিচার অবহেলা করি না আমারা আমাদের নিজ জায়গায় থেকে কাজ করবো।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মানিক হাওলাদার বলেন, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন একটি ও অরাজনীতি সামাজিক সংগঠন  আমাদের মূল লক্ষ হলো আমাদের পুরা বাংলাদেশ ভেঙে পড়া সনাতনী সমাজ ও সাংস্কৃতিক কে ধরে রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমরা দেখেছি আমাদের বর্তমান সমাজের নতুন ছেলে মেয়েদের ধর্মীয় কোন জ্ঞান নেই আমরা একটা লক্ষে আমরা আমাদের স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সবার মধ্যে ধার্মিক জ্ঞান এবং নিজ নিজ কর্তব্যে তুলে দেওয়ার চেষ্টা করব। বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক
বিষ্ণু রবি দাস (রকি)
প্রথম সহকারি টিম লিডার
তাং-  ০১-০৮-২০২৫ইং

নগরীর কালীঘাটস্থ জগন্নাথ জিউড় আখড়ায় সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সিলেট জেলা শাখার তৃতীয় মাসিক ধর্মচক্র ও কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের সাথে নব গঠিক কমিটির নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment