Home Bangladesh সারা দেশজুড়ে যুবদলকে আরো সুসংগঠিতকরতে হবে: এডভোকেট মোমিন

সারা দেশজুড়ে যুবদলকে আরো সুসংগঠিতকরতে হবে: এডভোকেট মোমিন

by Londonview24
0 comment

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, যুবদল হচ্ছে বিএনপির প্রাণশক্তি। এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মী দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি। বর্তমানে দেশের সংকটময় রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলের ভূমিকাই প্রমাণ করে, তারুণ্য কখনও মাথা নত করে না। নিপীড়নের মুখেও আমরা সংগ্রাম থেকে পিছু হটিনি, ভবিষ্যতেও হবো না। সিলেটসহ সারাদেশে যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
তিনি বৃহস্পতিবার (৩১ জুলাই) বাদ মাগরিব সিলেট জেলা যুবদলের উদ্যোগে রাজনৈতিক সমসাময়িক বিষয় এবং পর্যায়ক্রমে  উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভা সফল করার লক্ষ্যে সিলেট জেলা যুবদলের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় রাজনৈতিক সমসাময়িক পরিস্থিতি ও উপজেলা ও পৌর যুবদলের কর্মীসভা সফল করার বিষয়ে আলোচনা হয়।
তিনি আরো বলেন, সত্যের পক্ষে থাকলে কোন শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমাদের লক্ষ্য একটাই, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা। যুবদলকে এখন ঘর থেকে ঘরে, ওয়ার্ড থেকে ইউনিয়ন, উপজেলা থেকে জেলা পর্যন্ত গড়ে তুলতে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনকে আরও গতিশীল করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহ সভাপতি, আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, হাবিবুর রহমান রুমেল, সাহেদ আহমদ চমন, মশিউজ্জামান চৌধুরী শাহিন, কবির উদ্দিন, আবু হানিফ, মীর্জা জাহেদুর রহমান, মোঃ মঈন উদ্দিন, রিয়াজ আহমদ, মোঃ শহিদুল ইসলাম মনু, লায়েক আহমদ, ডি এইচ খান মিশু, আলাল আহমদ, জুবায়ের আহমদ, শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ফখরুল ইসলাম রুমেল, মোঃ এখলাছুর রহমান মুন্না, মোঃ কামরান হোসেন হেলাল, এনামুল হক চৌধুরী শামীম, মতিউর রহমান আফজাল, মোঃ সেলিম আহমদ সেলু, দুলাল আহমদ, মো: লুৎফুর রহমান, এস এম পলাশ, মোঃ ইমাম উদ্দিন, আজহারুল ইসলাম হাদি, আব্দুল করিম, এনামুল হোসেন, মোঃ জিয়াউর রহমান সুমন, মাছুম আহমদ, আব্দুল মালেক, আলফুজ্জামান বকুল, সহ সাধারণ সম্পাদক, মোঃ সাহেল আহমদ, মো. জুনেদ আহমদ, আব্দুস সালাম, শহিদ আহমদ টিটু, বাছিতুর রহমান, নাহিয়ান আহমদ রিপন, আর এ বাবলু, মোঃ আব্দুল ওয়াদুদ আল মামুন, মোঃ ওয়াতিউর রহমান আতিক, সুহেল আহমদ,সাজ্জাদুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, কোষাধ্যক্ষ লিটন আহমদ, দপ্তর সম্পাদক, মোঃ রেদওয়ান আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুল আলম, সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, ফয়জুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক
মোঃ রেদওয়ান আহমেদ
দপ্তর সম্পাদক
সিলেট জেলা যুবদল।
তারিখ : ৩১ জুলাই ২০২৫

সিলেট জেলা যুবদলের উদ্যোগে রাজনৈতিক সমসাময়িক বিষয় এবং পর্যায়ক্রমে উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভা সফল করার লক্ষ্যে সিলেট জেলা যুবদলের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

You may also like

Leave a Comment