Home BangladeshSylhet সিলেটে সাবেক ছাত্রলীগ নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী, আসবাবপত্র ভাংচুর

সিলেটে সাবেক ছাত্রলীগ নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী, আসবাবপত্র ভাংচুর

নগরির শাহপরান থানাধীন বালুচর এলাকায় ছাত্রলীগ নেতা মো জাকারিয়ার বাড়ীতে পুলিশী তল্লাশী

by Londonview24
0 comment

সিলেট প্রতিনিধি : নগরির শাহপরান থানাধীন বালুচর এলাকায় ছাত্রলীগ নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী চালানো হয়েছে। এসময় পুলিশ কর্তৃক বাড়ীর আসবাবপত্র ভাংচুর পরিবারের সদস্যসাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শণের অভিযোগ উঠছে।২৬শে মে রোজ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ নেতা মো জাকারিয়ার বাড়ীতে ব্যাপক পুলিশী তল্লাশী চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে সিলেটের শাহপরান থানাধীন বালুচর এলাকার বাসিন্দা খলিলুর রহমান এর ছেলে মো জাকারিয়া। দেশের পটপরিবর্তন এর পর থেকে তিনি প্রবাসে রয়েছেন। দেশে থাকতে সে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। বিদেশে গিয়েও সে আওয়ামিলীগের রাজনীতির সাথে সক্রিয় রয়েছে। গত বছরের ৪জুলাই ছাত্রজনতা ও বিএনপির নেতাকর্মিদের উপর হামলার অভিযোগে কোতওয়ালী থানায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালিয়ে আসছে। মামলার তদন্তসার্থে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহপরান থানার একদল পুলিশ তার বাড়ীতে ব্যাপক তল্লাশী চালায়। এসময় পুলিশ বাসায় ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং তার মা’সহ পরিবারের নারী সদস্যদের সাথে অসৌজন্যমুলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করে। ছেলেকে এনে হাজির না করলে প্রয়োজনে বাবাকে গ্রেফতার করা হবে বলেও শাসিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মোঃ জাকারিয়ার বাবা খলিলুর রহমান বলেন দেশে থাকতে সে ছাত্রলীগের রাজনিতীর সাথে সম্পৃক্ত ছিলো। তার বিরুদ্ধে মামলা হয়েছে তাই পুলিশ বাড়ীতে গিয়ে তল্লাশী চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর ও তছনছ করেছে। সেদিন বাড়ীতে কোন পুরুষ সদস্য না থাকায় পুলিশ নারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। এসময় নারীরা ভীত সন্ত্রস্থ হয়ে পড়ে।

You may also like

Leave a Comment