ড. ইউনুসকে অবৈধ এবং অসাংবিধানিক সরকার আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে গত ২০ই মে মঙ্গলবার, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর পরিচালনায় ও যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সভাপতি সায়াদ আহমদ সাদ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ এর সাবেক এম,পি হাবিবুর রহমান, হরমুজ আলী, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক সজিব ভুইয়া,মারুফ আহমদ চৌধুরী, মাসুদ ইবনে আনিস, শাহ শামীম আহমদ,আনসারুল হক, ,ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ এর সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, মোঃ জাকারিয়া, আলী আহমেদ, শুহাদা বেগম, লাহিন আহমেদ মিরাজ, মো: শাওন ভূইয়া প্রমুখ।
উক্ত কর্মসূচি থেকে বক্তারা বলেন, বাংলাদেশের ছাত্রসমাজকে ভুল পথে পরিচালিত করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে ইউনুস এবং বিএনপি-জামাত। যেহেতু তারা জোর করে ক্ষমতা দখল করে আছে সুতরাং তাদের নৈতিক কোনো ভিত্তি নেই রাষ্ট্রিয় ক্ষমতায় থাকার তাই অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্বাচিত সরকার আওয়ামীলীগের কাছে হস্তানতর করুন, নতুবা দেশের জনগন তাদের দাবি রাজপথে আদায় করে নিবে। বিজ্ঞপ্তি