Home BangladeshSylhet ঢাকায় অনুষ্টিত সমাবেশ সফলে সিলেটজেলা যুবদলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ঢাকায় অনুষ্টিত সমাবেশ সফলে সিলেটজেলা যুবদলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

by Londonview24
0 comment

আগামী ২৭ ও ২৮ মে, ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জেলা যুবদলের আওতাধীন উপজেলা ও পৌর যুবদলের সাথে সিলেট জেলা যুবদলের দায়িত্ব প্রাপ্ত হিসেবে প্রস্তুতি সভার সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা যুবদলের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাতালিয়াস্থ মহানগর বিএনপির সাবেক আহবায়ক হাজি আব্দুল কাইয়ুম জালালী পংকি সাহেবের কার্যালয় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদের পরিচালনায় অনুষ্টিতব্য  সভায় ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ প্রতিষ্ঠার সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলার ৫ দিনের কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচী মধ্যে রয়েছে- ২১, ২২ ও ২৩ মে বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতি সভা, ২৪ মে প্রচারপত্র বিলি, ২৫ মে প্রচার মিছিল।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রধান শক্তি। স্বাধীনতার পরবর্তী সময়ে মানুষের ভোট ও ভাতের অধিকারের আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা অতুলনীয়। তিনি বলেন, তারুণ্যের শক্তি হচ্ছে জাতির ভবিষ্যৎ। কিন্তু আজ এই তরুণরাই সবচেয়ে অবহেলিত, বেকার, হতাশ ও নিরুপায়। তাদের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে, অর্থনৈতিক মুক্তির পথ বন্ধ। তাই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল একযোগে মাঠে নেমেছে তাদের অধিকার প্রতিষ্ঠায়। তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে আরো গতিশীল করে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময় উপজেলা ও পৌর যুবদলের সমন্বয়ক ও সহ-সম্বয়ক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা ও পৌর সাহেদ আহমদ চমন, সাজ্জাদ হোসেন দুদু, মোঃ মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ জুনেদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা ও পৌর কবির উদ্দিন, মোঃ কামরান হোসেন হেলাল, মোঃ আব্দুল খালিক, জাকিগঞ্জ উপজেলা ও পৌর ডি এইচ খান মিশু, মোঃ সেলিম আহমদ সেলু, বাছিতুর রহমান, সায়েদ আহমদ দীপক, কানাইঘাট উপজেলা ও পৌর আলাল আহমদ, আজমল হোসেন তুহিন, মোঃ ইসলাম উদ্দিন, এডভোকেট মোবারক হোসেন, গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জুবায়ের আহমদ, এনামুল হক চৌধুরী শামীম, মোঃ জামাল আহমদ, আর এ বাবলু, গোয়াইনঘাট উপজেলা আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, মকসুদুল করিম নোহেল, মোঃ আনোয়ার হোসেন রাজু, কোম্পানীগঞ্জ উপজেলা ময়নুল ইসলাম মঞ্জুর, মো: মঈন উদ্দিন, লুৎফুর রহমান ফুরুক, ওসমানীনগর উপজেলা আবু হানিফ, মফিজুছ সামাদ চৌধুরী মাহফুজ, মাসরুর রাসেল, বালাগঞ্জ উপজেলা মো: সাজ উদ্দিন সাজু, রিয়াজ আহমদ, লুৎফুর রহমান, বাহার আহমদ রুহেল, দক্ষিন সুরমা উপজেলা আবুল হাসনাত, ছদরুল ইসলাম, আলফুজ্জামান বকুল, মোঃ জহুরুল ইসলাম রাসেল, সাজ্জাদুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা এডভোকেট শাহজাহান সিদ্দীকী, লায়েক আহমদ, মতিউর রহমান আফজাল, ইকবাল হোসেন গেদু, জৈন্তাপুর উপজেলা শাহীন আহমদ, মোঃ লুৎফুর রহমান, আব্দুল্লাহ আল মামুন

You may also like

Leave a Comment