Home Uncategorized পিলখানা হত্যাকাণ্ড: আরও ৪০ জন আসামির জামিন মঞ্জুর

পিলখানা হত্যাকাণ্ড: আরও ৪০ জন আসামির জামিন মঞ্জুর

by Londonview24
0 comment

পিলখানায় বিডিআর বিদ্রোহে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অতিরিক্ত ৪০ জন আসামিকে জামিন দিয়েছেন আদালত। সোমবার এ তথ্য জানা যায় সংশ্লিষ্ট আদালত সূত্রে।

সূত্র জানায়, গত ৮ মে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২–এর বিচারক মো. ইব্রাহিম মিয়া মামলার সাক্ষ্যগ্রহণ ও জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। ওই দিন মামলায় সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর জায়েদী। শুনানি শেষে বিচারক ৪০ জন দণ্ডপ্রাপ্ত আসামিকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।

জামিনপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—রেজাউল করিম, শাজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শামীম, ওয়ালি উল্লাহ, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, বনি আমিন চৌধুরী, মো. এ বারিক, ইমতিয়াজ আহমেদ নবীন, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, সিদ্দিকুর জামান জোয়ার্দার ওরফে লিটন, মো. এ মোনাফ, আকিদুল ইসলাম, খলিলুর রহমান, কৌতুক কুমার সরকার, মো. সালাউদ্দিন, সোহরাব হোসেন, কামাল হোসেন, মো. ইশহাক, দারুল ইসলাম, শ্রী সুমন চক্রবর্তী, আবু সাঈদ, সেজান মাহমুদ, মো. সেলিম, বিধান কুমার সাহা, মাসুম হাসান, ফিরোজ মিয়া, শ্রী তাপস কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম, কামাল মিয়া, নূর-এ-আলম মিয়া, এনামুল হক, শফিকুল ইসলাম, রবিউল আলম ও আল আমিন।

এর আগে, গত ১৯ জানুয়ারি নিম্ন আদালতে খালাস পাওয়া ১৭৮ বিডিআর সদস্যের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিল না থাকায় তাদের জামিন দেন একই আদালত।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদরদপ্তর পিলখানায় সংঘটিত বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়।

You may also like

Leave a Comment