Home BangladeshSylhet শিশুতীর্থ-এর উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী পালন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনার আলো আজও আমাদের পথ দেখায়: অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরী

শিশুতীর্থ-এর উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী পালন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনার আলো আজও আমাদের পথ দেখায়: অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরী

by Londonview24
0 comment

গীতবিতান বাংলাদেশ সিলেটের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরী বলেছেন, বিশ্বকপি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের এক অমর কবি নন, তিনি ছিলেন এক বিশ্বজনীন মানবতাবাদী চিন্তক, যাঁর রচনার পরিধি সাহিত্যের সব শাখাকে ছুঁয়ে গেছে। রবীন্দ্রনাথ এমন এক বিস্ময়কর প্রতিভা, যিনি একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী এবং দার্শনিক ছিলেন। তাঁর চেতনার আলো আজও আমাদের পথ দেখায়। তিনি আরো বলেন, আমরা চাই আমাদের শিশু-কিশোররা ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথকে জানুক, বুঝুক এবং ভালোবাসুক। তাঁর সৃষ্টির সঙ্গে পরিচিত হলে তারা সৌন্দর্যবোধ, মানবিকতা এবং নৈতিকতার সঠিক শিক্ষা লাভ করতে পারবে। শিশুতীর্থ সবসময় সে চেষ্টাই করে আসছে। শিশুতীর্থ এরকম আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথের আদর্শে অনুপ্রাণিত করছে, যা প্রশংসনীয়। এই প্রতিষ্ঠান থেকে শিশু-কিশোরা সঙ্গীত পরিচর্যা করে তাদের মেধাকে সমৃদ্ধ করছে।
তিনি শনিবার (১০ মে) বিকেলে মির্জাজাঙ্গালস্থ কার্যালয়ে রবীন্দ্র সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান শিশুতীর্থ এর উদ্যোগে বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে দিন ব্যাপী সঙ্গীত, নৃত্য ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শিশুতীর্থ এর অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা, শিশু একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক ও আনন্দ নিকেতন সিলেটের সঙ্গীত শিক্ষক নীতা রায় এর সভাপতিত্বে ও আনন্দ নিকেতন সিলেটের শিক্ষক (বাংলা) সোনিয়া রিফাত তমার সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন, মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাবেক প্রভাষক পঙ্কজ কান্তি দত্ত। এছাড়াও রবীন্দ্র সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান শিশুতীর্থ-এর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।  

You may also like

Leave a Comment