মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন (রেজি নং সিলেট-৮০) এর উদ্যোগে এক আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা মে) কানাইঘাটের মুলাগুল হারিস চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান। এসময় তিনি বলেন, পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে বর্তমানে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছেন। পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে রয়েছেন। পাথর কোয়ারি স্থগিতাদেশ প্রত্যাহার করে কোয়ারি ইজারা দিয়ে শ্রমিকদের কাজের সুযোগ করে দিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ, সংগঠনের অর্থ সম্পাদক শহীদুল্লাহ কাওছার প্রমুখ। এছাড়াও সভায় লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বলেন, পরিবেশবাদীরা পরিবেশের অযুহাত দেখিয়ে অন্যায়ভাবে লোভাছড়া পাথর কোয়ারী সহ অন্যান্য কোয়ারীর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেছেন, যা অত্যন্ত অন্যায়। এই কাজ চাঁদাবাজির কৌশল হিসেবে আমরা মনে করি। তিনি বলেন, অতীতে পরিবেশবাদীরা বিভিন্ন কোয়ারি হতে পরিবেশের অযুহাত দিয়ে কোটি কোটি চাঁদাবাজি করেছেন। লোভাছড়া পাথর কোয়ারিতে জব্দ করা পাথর নিলামে সরকার বিক্রি করছেন এবং সেখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পাথরগুলো অপসারণের আশংকা করছেন শ্রমিকরা। এই প্রযুক্তি ব্যবহার হলে শ্রমিকদের স্বার্থ ক্ষুন্ন হবে। শ্রমিকরা প্রযুক্তির বিরুদ্ধে স্বোচ্ছার থাকবে। তিনি বলেন, উচ্চ আদালতে পরিবেশের অহেতুক দায়ের করা রিটের শুনানীকালে রাষ্ট্রের নিযুক্ত দায়িত্বশীলরা অত্যন্ত দক্ষতার সহিত মামলা পরিচালনা করেন এবং আদালতে শ্রমিকদের ন্যায্যা স্বার্থের প্রতি বিবেচনা করে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার জোর দাবি জানান।