Home INTERNATIONAL গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব

গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব

by Londonview24
0 comment

কাশ্মিরে জঙ্গি হামলায় নিহত কলকাতার পর্যটক, শহরে ফিরে উত্তপ্ত পরিস্থিতি

কলকাতা, ২৩ এপ্রিল: কাশ্মিরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ বুধবার সন্ধ্যায় শহরে পৌঁছালে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছানোর পর শোকাহত পরিবার ও স্থানীয়দের সঙ্গে দেখা করতে যান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া বার্তা দেন।

শুভেন্দু অধিকারী বলেন, “এদেশ হিন্দুস্তান, এখানে হিন্দুদের হত্যা মেনে নেওয়া যাবে না। গাজায় যেমন ইসরায়েল চূড়ান্ত জবাব দিয়েছে, আমরাও তেমনই জবাব দেব। ওদের নাম-নিশান মুছে দেব।”

নিহতের স্ত্রী সোহিনী অধিকারী স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। কোলে ছোট সন্তান, চোখে অশ্রু—তার শোকবহ মুহূর্ত অনেককেই আবেগপ্রবণ করে তোলে। জানা গেছে, আড়াই বছরের সন্তানটি বাবার ওপর জঙ্গি হামলার পুরো ঘটনা নিজের চোখে দেখেছে, যার ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে।

সোহিনী অধিকারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরে দিয়েছে। আমরা শুধু ঘুরতে গিয়েছিলাম। ওকে হিন্দু বলেই মেরেছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁও এলাকায় পর্যটকদের পরিচয় জানার পরই জঙ্গিরা আক্রমণ চালায়। হামলায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিতান অধিকারীর। তিনি কর্মসূত্রে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকতেন এবং ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু আর ফেরা হলো না।

এ ঘটনার পর রাজ্যে নিরাপত্তা ও সন্ত্রাসদমন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

Leave a Comment