বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দসহ সিলেটের সনাতন ধর্মালম্বীদের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শনিবার (১৯ এপ্রিল) রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনক এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এ উৎসবের মধ্যে দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। আমরা চাই, এ ধরনের মিলনমেলায় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। তিনি আরও বলেন, বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে। আমরা বিশ্বাস করি- এই রাষ্ট্রে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। কোনো প্রকার বৈষম্য বা সাম্প্রদায়িক উসকানি বিএনপি কখনোই সমর্থন করে না। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সমুন্নত রেখে একটি সুখী সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ নববর্ষ উপলক্ষে বিএনপির শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎকে সাধুবাদ জানান। তারা বলেন, এই ধরনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে।
সভায় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি বিজয় কৃষ্ণ বিশ্বাস, পূজা পরিষদ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব, ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, পূজা পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাশ, ঐক্য পরিষদের জয়েন্ট সেক্রেটারি জি ডি রুমু, পূজা উদযাপন পরিষদের কোতোয়ালী থানা সভাপতি অরবিন্দু দাস গুপ্ত, পূজা উদযাপন পরিষদ মোগলা বাজার থানার সভাপতি মনমোহন দেবনাথ, দক্ষিণ সুরমা থানা সভাপতি দীপঙ্কর দাস, ঐক্য পরিষদ মোগলা বাজার থানা সভাপতি রাজকুমার পাল রাজু, পূজা পরিষদ শাহপরান থানা সভাপতি বীরেশ দেবনাথ, পূজা পরিষদ দক্ষিণ সুরমা থানার সাধারণ সম্পাদক নিখিল মালাকার, পূজা পরিষদ কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, ঐক্য পরিষদ জালালাবাদ থানা সভাপতি সঞ্জয় পাল, সাধারণ সম্পাদক অপরেশ দাস অপু, ঐক্য পরিষদ এয়ারপোর্ট থানার সাধারণ সম্পাদক লিটন দেব, পূজা পরিষদ এয়ারপোর্ট থানা সাধারণ সম্পাদক ভৈরব চন্দ্রনাথ, পূজা পরিষদ শাহপরান থানা সহ-সভাপতি বিবেকানন্দ নাথ, ঐক্য পরিষদ কোতোয়ালি থানা সভাপতি পান্নালাল রায়, ঐক্য পরিষদ ৪০ নং ওয়ার্ডের সভাপতি অঞ্জন সরকার প্রমুখ।
সিলেট মহানগরের সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, এই প্রথম সিলেটে কোন রাজনৈতিক দল সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে নববর্ষে শুভেচ্ছা বিনিময় ও তাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিলো। আমরা এজন্য সিলেট মহানগর বিএনপি ও এমদাদ হোসেন চৌধুরীকে ধন্যবাদ জানাই। নববর্ষ হল বাঙালির সার্বজনীন সম্প্রীতির এখন অনন্য বন্ধন। আমরা সিলেটের এই সম্প্রীতির ধারাকে অব্যাহত রাখতে চাই। বিএনপি ক্ষমতায় এলে আমাদের দাবিসমূহ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন বলে আমরা আশাবাদী।
মতবিনিময় সভায় জাতীয়তাবাদী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, মহানগর বিএনপির সহ-ক্ষুদ্র কুটি শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসো, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী সানি, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাকারিয়া হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি