Home Bangladesh হামিদ, “মৃত্যুর জন্য তৈরি হ”

হামিদ, “মৃত্যুর জন্য তৈরি হ”

by Londonview24
0 comment

সুনামগঞ্জ প্রতিনিধিঃ হামিদ, “মৃত্যুর জন্য তৈরি হ”। সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসী সাবেক ছাত্রনেতা হামিদ মিয়ার বাড়ির দেয়ালে লিখা হয়েছে এমন বার্তা। এই লিখাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪শে মার্চ)  হামিদ মিয়ার বাড়ির দেয়ালে লিখাটির বিষয়ে জানাজানি হয়। এর আগে রোববার দিবাগত রাতে ৫নং চিলাউরা হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামে জগন্নাথপুর উপজেলার হামিদের নিজ বাড়ির দেয়ালে এই বার্তা লিখা হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা কেউ নিশ্চিত করতে পারে নি।

হামিদ মিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন, দেশে থাকতে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং যুক্তরাজ্যেও বিএনপির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।বিদেশে তিনি জুলাই আন্দোলনে অনেক মিছিল মিটিং্যে অংশগ্রহন এবং সোশ্যাল মিডিয়ায় সোচ্চার ভূমিকা রেখেছেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘রোববার রাত ০৯টার দিকে এলাকাবাসী দেয়ালে লেখাটি দেখলে হামিদের বাড়িতে থাকা তার আম্মুকে বলেন। এলাকাবাসী বলেন, বিকালেও লেখাটি ছিল না। অধিকাংশ সময় তার মা এবং বোন বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত এই পরিবার।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মো: রুহুল আমীন বলেন, এ বিষয়ে আমরা শুনেছি, অভিযোগ পেলে আমরা ঘটনা তদন্ত করে দেখবো।

You may also like

Leave a Comment