Home Bangladesh আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলের ৪ পরিবর্তন

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলের ৪ পরিবর্তন

by Londonview24
0 comment

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬ টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিলিয়ান টিম। ওই ম্যাচের জন্য ৪ ফুটবলারকে দলে ডেকেছেন কোচ দরিভাল জুনিয়র।

ব্রাজিলে দলে ডাক পাওয়ারা হলেন- পিএসজির ডিফেন্ডার লুকাস বেরাল্ডো। তাকে আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘালহায়েসের জায়গায় দলে নেয়া হয়েছে। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়েছেন দীর্ঘদেহি এই সেন্ট্রাল ডিফেন্ডার। 

দুই মিডফিল্ডার এদেরসন ও জোয়াও গোমেজ ডাক পেয়েছেন ব্রাজিল দলে। ইতালির ক্লাব আটালান্টায় খেলা এদেরসন এবং প্রিমিয়ার লিগের উলভসে খেলা গোমেজ যথাক্রমে জেরসন ও ব্রুনো গিমারেজের জায়গায় দলে ঢুকেছেন। 

এদের মধ্যে নিউক্যাসল ইউনাইটেডের অধিনায়ক গিমারেজ সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখেন। তিনিও নিষেধাজ্ঞায় পড়েছেন। জেরসন কোমরের নিজের অংশের পুরনো ব্যথা অনুভব করায় ছিটকে গেছেন। গোলরক্ষক অ্যালিসন বেকারের জায়গায় দলে ঢুকেছেন পালমেইরাসের ওয়েভার্টন। অ্যালিসন কলম্বিয়ার বিপক্ষে মাথায় আঘাত পান। কনকাশন বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি।

You may also like

Leave a Comment