
নরসিংদীর রায়পুরায় তিন সন্তানের জননী ৪০ বছর বয়সী এক গৃহবধূ নিজ ঘরে ধর্ষণের শিকার হয়েছেন। ওই দৃশ্য মোবাইলে ধারণ এবং ভুক্তভোগীকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
ঘটনার পর সোমবার বিকেলে ভুক্তভোগী ওই নারী নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহর কাছে অভিযোগ ও ঘটনার বর্ণনা দেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। ধর্ষণের সময় ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে ধর্ষণে সহযোগীতাকারীরা। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে এক সঙ্গে গলা কেটে করে হত্যা করার হুমকি দেয় তারা।
ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, তারাবি নামাজ চলাকালে বৃষ্টির সময় একই এলাকার রতন মিয়ার ছেলে রাকিব মিয়া (৩২) ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন। এসময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করেন।
রাকিব ও তার সহযোগীরা ভুক্তভোগী নারীর কান ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেন। সেইসঙ্গে চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে এক সঙ্গে গলা কেটে হত্যার হুমকি দেন।