Home Bangladesh ঢাকার পঞ্চম হার, ম্লান সাব্বিরের ৯ছক্কার ইনিংস

ঢাকার পঞ্চম হার, ম্লান সাব্বিরের ৯ছক্কার ইনিংস

by Londonview24
0 comment

বিপিএলে পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের। চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি সাব্বির রহমান। তার ৩৩ বলে ৯ ছক্কায় খেলা ৮২ রানের ইনিংসটি ম্লান হয়ে গেছে চিটাগংয়ের দলীয় প্রচেষ্টায়।

ঢাকার দেওয়া ১৭৮ রানের টার্গেট ১৯.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে চিটাগং। এ নিয়ে দ্বিতীয় জয় পেল দলটি। অন্যদিকে পঞ্চম হার ঢাকার।

রান তাড়া করতে নেমে দারুণ শুরু পায় চিটাগং। উদ্বোধনী জুটিতেই আসে ৫৫ রান। ওপেনার পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৭ রান করে সাজঘরে ফিরলেও ব্যাট হাতে আগ্রাসী ছিলেন পাকিস্তানের উসমান খান। ৩৩ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৫৫ রান আসে তার ব্যাট থেকে।

সাজঘরে ফেরার আগে দলের বাকিদের পথ দেখিয়ে যান তিনি। সে পথে হেটেই পরে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন ও শামীম হোসাইনরা। এদের মধ্যে গ্রাহাম ৩২ বলে ৩৯ করে সাজঘরে ফিরলেও মিঠুন ২২ বলে ৩৩ ও শামীম ১৪ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, প্রথমে ব্যাট করে ঢাকার হয়ে তানজিদ তামিম ৪৮ বলে ৫৪ রান করেন। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন সাব্বির রহমান। ৩৩ বলে ৯ ছক্কা ও ৩ চারে ৮২ রানে অপরাজিত থেকে ঢাকাকে চ্যালেঞ্জিং পুঁজি পাইয়ে দেন সাব্বির। তবে শেষ পর্যন্ত তার ইনিংসটি ম্লান হয়ে যায় চিটাগংয়ের দলীয় প্রচেষ্টায়।

You may also like

Leave a Comment