সিলেট থেকে পায়ে হেঁটে ৩৪ কি:মি: পথ অতিক্রম করে লালাখাল পৌছে নতুন মাইলফলক গড়লেন শহীদ ডাক্তার মঈন উদ্দিন জগিং ক্লাবের সদস্যবৃন্দরা!
শনিবার ২৮ ডিসেম্বর সকাল ৭:৩০ মিনিটের সময় নগরীর অভিজাত এলাকা হাউজিং এস্টেট থেকে সিলেট তামাবিল সড়ক হয়ে লালাখাল পর্যন্ত দীর্ঘ ৩৪ কিলোমিটার পথ পায়ে হেঁটেই নতুন রেকর্ড গড়লে শহীদ ডক্টর মঈন উদ্দিন জগিং ক্লাবের সদস্যবৃন্দরা।
“চলো হাঁটি-৷ হেঁটে হেঁটে লালাখাল” এই স্লোগানকে সামনে রেখে শহীদ ডা.মঈন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠ পোষক জনাব রেজাউল হাসান কয়েস লোদীর নেতৃত্বে লালাখালের উদ্যেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তাঁরা।
এতে উপস্থিত ছিলেন জনাব আব্দুল জব্বার চৌধুরী,আশরাফ গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ,রুম্মান চৌধুরী, ফখরুজ্জামান ফখরুল,সুফি আহমদ রানা,শাহীন আজাদ, ড.মমিনুল হক,পাভেল কোরেশী, আব্দুল মালেক,মো:আবুল কালাম(ডাইরেক্টর ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজ),আব্দুল হান্নান,সাইদুর রহমান বাবলা, খোরশেদ চৌধুরী, দিলীপ দে,পাভেল আহমদ, মুহিবুর রহমান,আলমগীর হোসেন,ড.মাসুদ রানা, ইমরান চৌধুরী,সয়েফ রব, আমিনুল ইসলাম,মোস্তফা আহমদ, জাকিরুল ইসলাম,আহমদ হোসেন, জালাল আহমদ, মাসুক আহমদ,খলিলুর রহমান ফয়সল,লিয়াকত হোসেন, আতিকুর রহমান, হাবিবুর রহমান জুনেদ, দিলাল আহমদ ও সিহাব চৌধুরীসহ প্রমুখ।
দীর্ঘ এই পথ পাড়ি দেয়া যতটা রোমাঞ্চকর তারচেয়েও বেশি চেলেঞ্জিং,কারন উক্ত “ওয়াকাথন” বেশিরভাগই সদস্যরা ছিলেন ষাট উর্ধ বয়সের, তাই অনেকেই দীর্ঘ পথ পাড়ি না দিতে পারলেও দিনশেষে হেঁটে হেঁটে লালাখাল ওয়াকাথন সমাপ্ত করেন জনাব মোঃ শাহিন আজাদ সাহেব, ডক্টর মমিন, জনাব ফখরুজ্জামান,জনাব বাবলা, জনাব মোঃ আবুল কালাম, জনাব প্রফেসর মাসুক মিয়া জনাব, জনাব পাবেল আহমদ,জনাব আমিনুল হক জনাব,জনাব আতিকুর রহমান, জনাব হাবিবুর রহমান,জনাব জুনয়েদ ও মাওলানা ইশা তালুকদার।