সংবাদ বিজ্ঞপ্তি
দেশের অন্যতম প্রাচীন দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ইসলাহি জোড় ও শেখবাড়ী জামিয়ার ইসলামী মহাসম্মেলন আগামী ২৮ ও ২৯ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজরের শ্রীমঙ্গলে শেখবাড়ি জামিয়ায়।
বৃহস্পতিবার বাদ আসর দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ দিকনির্দেশনামূলক হেদায়েতি বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। উদ্বোধনী বয়ান পেশ করবেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)। দুই দিনব্যাপী এই মাহফিলের প্রথম দিনের অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন- মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা আহমদ মাইমুন, মাওলানা মুসা আল হাফিজ, মুফতি নুমান কাসেমী প্রমুখ। দ্বিতীয় দিনের অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন- মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী প্রমুখ।
দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় জনসাধারণের প্রতি ইসলাহি জোড় ও ইসলামী মহাসম্মেলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।
উল্লেখ্য, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রিটিশ উপনিবেশবাদের সময়কালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ খ্রিষ্টাব্দে বাংলার খ্যাতিমান বুযুর্গ খলীফায়ে মাদানী কুতবে দাওরান হযরত লুৎফুর রহমান বর্ণভী (পীর সাহেব বরুণা) সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার পর থেকে প্রায় ৯ দশক ধরে ইসলাহী এ সংগঠন তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশে মানবতার কল্যাণ, মুসলমানদের দ্বীন-ঈমানের সংরক্ষণ ও মানবিক মূল্যবোধের উজ্জীবনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।