Home Uncategorized মাওলানা তজমমুল আলীরইন্তেকাল, দাফন সম্পন্ন  দরগাহমাদ্রাসায় দোয়া মাহফিল

মাওলানা তজমমুল আলীরইন্তেকাল, দাফন সম্পন্ন  দরগাহমাদ্রাসায় দোয়া মাহফিল

by Londonview24
0 comment

দরগাহ মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা তজমমুল আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)। গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হয়। শনিবার (২২ নভেম্বর) তার রুহের মাগফেরাত কামনা করে দরগাহ মাদ্রাসায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাটি জুরা কোনারবাড়ি নিবাসি দরগাহর মসজিদের সাবেক ইমাম আরিফ বিল্লাহ হাফেজ মাওলানা আকবর আলি রহ  এর ভাগিনা সিলেট দরগাহ মাদ্রাসার প্রথম বেইসের ছাত্র ও দীর্ঘ দিনের শিক্ষক হযরত মাওলানা আলহাজ তজমমুল আলীর রহ গত রাত ২টার সময় ইন্তেকাল হয়েছে । মরহুমের জানাযার নামাজ শনিবার (২২ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের সময় গ্রামের বাড়িতে
 বিয়ানিবাজার , মাটিজুরা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। হযরতের মৃত্যুর খবর দরগাহ মাদরাসায় আসার সাথেই এক সুখের ছায়া নেমে আসে মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মাশুক উদ্দিন সাহেব সহ শিক্ষক দের এক কাফেলা জানাযায় শরীক হাওয়ার জন্য তহার গ্রামের বাড়িতে চলেযান অবশিষ্ট শিক্ষক ও ছাত্রদের
নিয়ে মাদরাসায় এ উপলক্ষ্য তহার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করাহয়।দোয়ায় অংশগ্রহণ করেন মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মাহমুদ হোসাইন মুফতি আবুল খায়ের বিতমগলি মাওলানা  আতাউর রহমান পাকিস্তানি মাওলানা আব্দুল হালিম
মাওলানা সামছুল ইসলাম মুফতি রশিদ আহমদ সহ শিক্ষক সাহেবান ও সকল ছাত্র বৃন্দ উল্লেখ্য যে মাওলানা তজমমুল আলী দীর্ঘ ৩৭ বছর  দরগাহ মাদরাসায় শিক্ষকতা করেন মৃত্যুর সময় তাহার ৭৭ বছর বয়স ছিল
প্রকাশ থাকে যে তাহার কোন সন্তান নেই আল্লাহ পাক মরহুমের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন।

You may also like

Leave a Comment