Home London লন্ডনে ফেঞ্চুগঞ্জের দনারামবাসীর ঐতিহাসিক মিলনমেলা

লন্ডনে ফেঞ্চুগঞ্জের দনারামবাসীর ঐতিহাসিক মিলনমেলা

by Londonview24
0 comment

হাসনাত চৌধুরী- লন্ডনঃ

গত ২৭ অক্টোবর, সোমবার, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপেলের এক স্থানীয় রেস্টুরেন্টে ফেঞ্চুগঞ্জের ঐতিহ্যবাহী দনারাম গ্রামের প্রবাসী বাসিন্দাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক মিলনমেলা।

সভাটি যৌথভাবে সভাপতিত্ব করেন জনাব আব্দুল গফ্ফার মিয়া ও জনাব লয়লু মিয়া। এতে লন্ডন, এসেক্স, কেমব্রিজ, বার্মিংহাম, মিল্টনকিংস, লিভারপুল, কভেন্ট্রি সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত দনারামবাসী প্রবাসীরা উৎসবমুখর পরিবেশে একত্রিত হন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও অনুবাদ পাঠ করেন মাহেদ আহমদ চৌধুরী। পরিচালনায় ছিলেন শহিদুল ইসলাম।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উনু মিয়া, ওয়ালেদ আহমদ চৌধুরী, এবং মুহাম্মদ আলাউদ্দিন আল আজাদ।

সভায় বক্তারা বলেন, প্রবাসে চতুর্থ প্রজন্ম পর্যন্ত এসে দনারামবাসীরা এখনও পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে আবদ্ধ—এটি নিঃসন্দেহে আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ। তারা আয়োজক ও উদ্যোক্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনাব লয়লু মিয়া বলেন, “প্রবাসে থেকেও আমরা এক পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে চলতে চাই। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত দনারামবাসীদের নিয়ে আমাদের গ্রামের, এলাকার ও দেশের উন্নয়নে একটি যুগোপযোগী সংগঠন গড়ে তুলতে হবে।”

জনাব আব্দুল গফ্ফার মিয়া তাঁর স্মৃতিচারণমূলক বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও গ্রামের ঐতিহ্য ও মর্যাদা রক্ষায় সবাইকে দলমত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। বক্তাগণ দনারাম গ্রামের সুনাম ও উন্নয়নের পেছনে যাঁরা অতীতে অবদান রেখেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁদের জন্য দোয়া করা হয়।

জনাব আব্দুল গফ্ফার মিয়া তাঁর স্মৃতিচারণমূলক বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও গ্রামের ঐতিহ্য ও মর্যাদা রক্ষায় সবাইকে দলমত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। বক্তাগণ দনারাম গ্রামের সুনাম ও উন্নয়নের পেছনে যাঁরা অতীতে অবদান রেখেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁদের জন্য দোয়া করা হয়।

সভায় গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মসজিদকেন্দ্রিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

আলোচনায় অংশ নেন মজনু মিয়া, মিনার মিয়া, কালাম মতিন লুলু, জিল্লুর রহমান, আব্দুল আহাদ, লুৎফুর রহমান, ফয়ছল আহমদ, ইমাদুল ইলাম মুক্তা, আনু মিয়া প্রমুখ।

সভায় শ্রদ্ধেয় মুরব্বীরা সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠনের ঘোষণা দেন। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—
হাজী আব্দুল গফ্ফার মিয়া, লয়লু মিয়া, আব্দুল জালাল, মজনু মিয়া, মিনার মিয়া, শাহনেওয়াজ মিয়া, মজম্মিল আলী, লুদু মিয়া, আবুল কালাম মতিন লুলু, জিল্লুর রহমান ও মলিক মিয়া।

এছাড়া তরুণ ও কর্মঠ সদস্যদের নিয়ে একটি কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্যদের মাসিক ন্যূনতম একটি নির্ধারিত চাঁদা ধার্য করা হয়, যার অধিকাংশই উক্ত সভায় এক বছরের অগ্রিম প্রদান করেন।

সভায় আরও বক্তব্য রাখেন বদরুল ইসলাম সেলিম, রাজা মিয়া, রেজন আহমদ, বাবর আহমদ, মুস্তাক, মুহাইমিন, তৌফিক, জাহের প্রমুখ।

যারা দূরত্ব বা বাস্তব কারণে উপস্থিত হতে পারেননি, তাঁদের আন্তরিক সহমর্মিতা ও যোগাযোগের জন্য ধন্যবাদ জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে যে কোনো ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করা হয়।

সভায় ঘোষণা দেওয়া হয় যে, পরবর্তী সভা আগামী ১২ জানুয়ারি ২০২৬, সোমবার অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের শেষে জনাব মজনু মিয়ার মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়

You may also like

Leave a Comment