যুক্তরাজ্যের বিবিসি হেডকোয়ার্টারের সামনে বিচারবহির্ভুত হত্যাকান্ড, মব সন্ত্রাস, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক হত্যা ও নির্যাতন এবং হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে আজ এক সমাবেশ এর আয়োজন করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ভিক্টিম সাপোর্ট ইন্টারন্যাশনাল।
মানবাধিকার কর্মী মোঃ মাসুম বিল্লাহ এর পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি সাংবাদিক আজিজুল আম্বিয়া। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।
সমাবেশে বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। এসময় তারা বলেন, বাংলাদেশ এখন একটি মৃত্যু কূপে পরিণত হয়েছে। প্রতিনিয়ত চলছে বিচারবহির্ভুত হত্যাকান্ড। মব সৃষ্টি করে হত্যা করা হচ্ছে আওয়ামীলীগের নিরীহ নেতাকর্মীদের। বিশেষ করে সাংবাদিকদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে তা ইতিহাসে বিরল। সাংবাদিক দের কথা বলতে দেয়া হচ্ছে না। মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে দিনের পর দিন তাদেরকে নির্যাতন করা হচ্ছে। পাতানো বিচার বিভাগ এর মাধ্যমে অনেক নেতা কর্মীদের জেলে বন্দি করে রাখা হচ্ছে জামিন দেয়া হচ্ছে না। অগণিত মিথ্যামামলা আর রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশি মাধ্যমে সাংবাদিক আর নেতা কর্মীকে হেনস্থা করা যেনো থামছে না। অনতিবিলম্বে বিবিসির মাধ্যমে বাংলাদেশে আইনের শাষন প্রতিষ্টার আহ্ববান জানান তারা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মারজান আহমেদ, রবিউল হাসনাত শাওন, মোঃ সাইফ আহমেদ চৌধুরী, রুকশানারা বেগম, আজিজুল আম্বিয়া, নুরুল ইসলাম, আহসানুল হক, ফাহিমা বেগম, তানভীর আল হাদি, সালমান আহমদ সাব্বির সহ আরো অনেকেই।