সংক্ষিপ্ত সফরে ইসরাইলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরাইলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ কর্মকর্তারা। ইসরাইলের স্থানীয় সময় সকালে ১০টার দিকে তিনি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন। খবর টাইমস অব ইসরাইলের।
বিমানবন্দেরে সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইলের সামনে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলে চার ঘণ্টা অবস্থান করবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। এই সফরে তিনি ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি হামাসের বন্দিদশা থেকে মুক্ত ইসরাইলি জিম্মি ও তাদের পরিবারের সাথে দেখা করবেন বলে কথা রয়েছে।
এরপর দুপুর ১টার দিকে তিনি মিশরের উদ্দেশে ইসরাইল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প।