Home Bangladesh প্রধান উপদেষ্টা বরাবরে খেলাফত মজলিসের স্বারকলিপি প্রদান….

প্রধান উপদেষ্টা বরাবরে খেলাফত মজলিসের স্বারকলিপি প্রদান….

by Londonview24
0 comment

সিলেট ১২ অক্টোবর’২৫: জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান সহ কেন্দ্র ঘোষিত ৬দফা দাবিতে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক জনাব সরওয়ার আলমের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. ইউনুস আহমদ বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। আজ ১২ অক্টোবর দুপুর ১টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ এবং সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের নেতৃত্বে জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্বারকলিপি হস্তান্তর করেন। এ সময় নেতৃবৃন্দ স্বারকলিপিতে লিখিত ৬দফা দাবি পাঠ করে শুনান। জেলাশাসক মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে খেলাফত মজলিসের বক্তব্য ও দাবিগুলো শুনেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে তা যথাযথ ভাবে প্রেরণ করার আশ্বাস প্রদান করেন। পরে সেখানে উপস্থিত ও বাহিরে অপেক্ষমান ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কে খেলাফত মজলিসের ৬দফা দাবি বিষয়ে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত ব্রিফিং করেন। নেতৃবৃন্দ বলেন- “ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসরেরা এখনো দেশবিরুধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”
খেলাফত মজলিসের ৬দফা দাবি হচ্ছে- ১। অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন, ২। সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, ৩। আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা, ৪। ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মকান্ড স্থগিত করা, ৫। নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ৬। সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া।

স্বারকলিপি প্রদানকালে খেলাফত মজলিসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা গোলাম রব্বানী, জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, মহানগর অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, হাফিজ মাওলানা আলাউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, হাজী ফখরুল ইসলাম, মুফতী গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা সোহাইল আহমদ প্রমুখ।

You may also like

Leave a Comment