Home Bangladesh মানবাধিকার কর্মীদের সাথে মতবিনিময়নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেসামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে

মানবাধিকার কর্মীদের সাথে মতবিনিময়নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেসামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে

by Londonview24
0 comment

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম বলেছেন, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। নারী পাচার ও নারী কর্তৃক সহমর্মিতা রেখে করতে হবে। সমাজে ন্যায় প্রতিষ্ঠা মানবাধিকার কর্মীদের পাশাপাশি সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সমাজে অন্যায়, অত্যাচার, বেবিচার রোধ করতে হলে পুলিশি সহযোগীতার প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর উপশহরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ ও জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী, বিএমবিএফ এর সেন্ট্রাল অর্গনাইজেশ ও সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সিলেট বিভাগীয় সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য এম এ মতিন, ফটো সাংবাদিক জাবেদ আহমদ, সিলেট জেলার সাধারণ সম্পাদক ও মহানগরের কেন্দ্রীয় প্রতিনিধি ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, সিলেট জেলা কোষাধ্যক্ষ মো. ইব্রাহীম আলী, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment