Home BangladeshSylhet সিলেটসহ আশপাশের এলাকায় হালকা ভূমিকম্প,উৎপত্তিস্থল ছাতক উপজেলা

সিলেটসহ আশপাশের এলাকায় হালকা ভূমিকম্প,উৎপত্তিস্থল ছাতক উপজেলা

by Londonview24
0 comment

সিলেট নগরীসহ আশপাশের এলাকায় হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে নগরীর বিভিন্ন এলাকায় হঠাৎ ভবন দুলে ওঠে। এতে আতঙ্কিত হয়ে অনেকেই দ্রুত ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ০, যা তুলনামূলকভাবে হালকা ধরনের ভূমিকম্প হিসেবে বিবেচিত।

এ বিষয়ে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পটি অল্প সময়ের জন্য অনুভূত হলেও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

You may also like

Leave a Comment