পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে গোলাপগঞ্জের লক্ষনাবন্দ কামাল-সামাদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কামাল-সামাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ডা. দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও তারেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গনদাবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গনদাবী পরিষদের সভাপতি ডা. হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা বেগম, সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ, সহকারী শিক্ষক তারেক আহমদ, সহকারী শিক্ষিকা মিলি রানী সোম, তাহমিনা বেগম, সহকারী শিক্ষক আবু সাঈদ প্রমুখ।
সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ডা. হাবিবুর রহমান।