স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এগুলো তাদের বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি করে, সমস্যার সমাধান করতে শেখায় এবং নতুন কিছু তৈরি করার আনন্দ উপভোগ করতে সাহায্য করে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা প্রকাশ করার নতুন উপায় খুঁজে পায় এবং তারা দক্ষতা তৈরি করতে পারে।
তিনি বলেন, আধুনিক যুগে প্রযুক্তির সঠিক ব্যবহারই শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের মূল চাবিকাঠি। তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের মেধা বিকাশে কম্পিউটার ক্লাব হবে এক অনন্য নুতন দিগন্ত। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও সৃজনশীলতায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজের কম্পিউটার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের প্রধান প্রভাষক শেখ এস এম আবু সাইম। ক্লাবের উদ্দেশ্য ও সম্ভাবনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রভাষক বিপাশা বণিক। প্রযুক্তিগত সহায়তায় ছিলেন প্রভাষক খাইরুল আলম, প্রভাষক ছাদিয়া চৌধুরী ও প্রভাষক তাহসিনুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রভাষক ও সকল শ্রেণির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম নির্বাহী কমিটিতে সভাপতি হয়েছেন মাহিদ আফ্রিদি সামি (দশম-এ), সহ-সভাপতি ফাতেমা আখতার মুন্নি (নবম-এ), সাধারণ সম্পাদক খালেদ মোমেন (দশম-সি), সহকারী সম্পাদক সাইফ রহমান চৌধুরী (নবম-এ) ও কোষাধ্যক্ষ রেদুয়ান হোসেন (নবম-বি)। এছাড়াও স্কুল সেকশনের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নাবিহা সাফওনা, তীর্থ মোহন দাস, সোহরাত আনাম চৌধুরী, তাহসিন আহমেদ আফ্রিদি, লিলিয়ান সারথী ও আদিল।
উল্লেখ্য, সপ্তাহে প্রতি সোমবার নিয়মিত ওয়ার্কশপে প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, মাল্টিমিডিয়া ও আইসিটি কুইজসহ নানা কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই হবে ক্লাবের মূল লক্ষ্য। বিজ্ঞপ্তি