দীর্ঘ ১৭ বছর পর আনন্দঘন ও শান্তিশৃঙ্খলার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি কাজলশাহ থেকে শুরু করে রেজিষ্টারী মাঠে গিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশে যোগদান করে।
গেদা, রাজু, দুলালের নেতৃৃত্বে র্যালি ও সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিলের যুগ্ম আহবায়ক ও সহ-সভাপতি মো. শামীম আহমদ চৌধুরী। এসময় তিনি বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। আজকের দিনটি বাংলাদেশের মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। দলটি বাংলাদেশি ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারাবদ্ধ।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিলের ৩নং ওয়ার্ডের সাবেক আহবায়ক সামসুদ্দিন আহমদ, সভাপতি সালেহ আহমদ গেদা, সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজু, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লাহিন, সৈয়দ আলী রেজা সাচ্চু, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মেনন, অমিত দেব (প্রিয়া), মাসুক আহমদ, খালেদ আহমদ, পাবেল আহমদ, রাসেল আহমদ, তানভীর আহমদ, সাদি, সেলিম, আমিন, আলম, যুবদল নেতা রাসেল, আবফল, বেলাল, রাব্বানী, স্বপন, মামুন, সুহেল, নয়ন, ছাব্বির আহমদ, সিমান্ত প্রমুখ। বিজ্ঞপ্তি