আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, একটি কল্যাণমূলক নতুন রাষ্ট্রের স্বপ্ন নিয়েই চব্বিশের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। নির্বাচন নিয়েও এখনো ধোঁয়াশা কাটেনি। তাই এখন বিভেদ বিভাজনের সময় নয়, দেশ রক্ষায় নাগরিক ঐক্য গড়ে তুলতে হবে।”
খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৬ নং ওয়ার্ড শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের ৩৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সিলেট-১ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর সাথে ওয়ার্ড দায়িত্বশীল ও এলাকার মুরব্বিয়ানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ১ সেপ্টেম্বর সোমবার বাদ এশা স্থানীয় উত্তর বালুচরে শাখা সভাপতি মাওঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওঃ শাহ আশিকুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মাওঃ সেলিম আহমদ, শাহপরান পূর্ব থানা সহ সভাপতি মাওঃ ইমদাদুল হক ইমরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাফিজ মনসুর আহমদ, বায়তুল মাল সম্পাদক আনসার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা মাওঃ সাদ উদ্দিন, ওয়ার্ড সহ-সভাপতি ডাঃ হোসাইন আহমদ, বিশিষ্ট মুরব্বি আজাদুর রহমান, মাওঃ তাজুল ইসলাম, সুমন আহমদ, হিরো মিয়া, সুলতান আহমদ, ছাত্র নেতা জুবায়ের আহমদ প্রমুখ।