Home INTERNATIONAL গনঅধিকার পরিষদ নেতা নূরুল হক নূর এর উপর হামলার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা

গনঅধিকার পরিষদ নেতা নূরুল হক নূর এর উপর হামলার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা

by Londonview24
0 comment

জাতীয় পার্টির অফিসের সামনে গনঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক ভিপি নূরুল হক নূর এর উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল। লন্ডনস্থ আলতাব আলী পার্কে ০১সেপ্টেম্বর, সোমবার বিকেল ৫টায় এই প্রতিবাদ সভাটি অনুষ্টিত হয়।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আমিনুল ইসলাম।

সংগঠনটির সেক্রেটারি বুরহান উদ্দিন চৌধুরি এর পরিচালনায় এবং সভাপতি  রায়হান উদ্দিন এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল বাংলাদেশ এলাইন্স ফর হিউম্যান রাইটস এর আহ্ববায়ক শমসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের অর্থ বিষয়ক সমন্বয়ক খন্দকার সাইদুজ্জামান সুমন। রাইটস অব দ্যা পিপলস  এর সভাপতি আসাদুজ্জামান শাফি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে শামসুল আলম লিটন বলেন, নূর জুলাই আন্দোলনের একজন অগ্রণী সেনা। ২০১৮সালের কোটা আন্দোলন থেকে শুরু করে নূর একজন চরম নির্যাতিত নেতা। যৌথবাহিনীর সদস্যরা তার উপর যে নেক্কারজনক হামলা করেছে তাতে স্পষ্ট বুঝা যায় স্বৈরাচার শেখ হাসিনা পালালেও এখনো প্রশাসনের ভিতর বিপুল পরিমানের অওয়ামীলীগের লোকজন দৃশ্যমান। যার ফলশ্রুতিতে জুলাই আন্দোলনের সর্বোচ্ছ এই নেতার উপর হামলা। জাতীয় পার্টি বা যৌথবাহিনীর যে বা যারা এই হামলার সাথে সম্পৃক্ত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি ও জানান বক্তারা।

আরো বক্তব্য রাখেন, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহ সভাপতি আবুল মনসুর, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের
সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মদ মুঈনুদ্দীন মৃধা ও মাওলানা সুহাইল আহমেদ।

সমাবেশে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, রাইটস অব দ্যা পিপল এর সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, রাইট অব দ্যা পিপলস,  এসিস্ট্যান্ট সেক্রেটারি সানাউর রহমান চৌধুরী, নাইম আহমেদ, কাওসার বখত মুমিন, এফআরআই এর সহ সাধারণ সম্পাদক সিরাজুম মুনির, মোহাম্মদ ইকবাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম,  নির্বাহী সম্পাদক জামাল উদ্দিন,আহমদ, আব্দুল হান্নান সহ আরো অনেকেই। প্রেস বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment