Home BangladeshSylhet আখালিয়া নতুন বাজারকে ক্লিন ও  ফুটপাত মুক্ত করতে পরিষ্কার-পরিচ্ছন্ন উচ্ছেদ অভিযান

আখালিয়া নতুন বাজারকে ক্লিন ও  ফুটপাত মুক্ত করতে পরিষ্কার-পরিচ্ছন্ন উচ্ছেদ অভিযান

by Londonview24
0 comment

ঐক্য উন্নয়ন ও সুশীলতার চেতনায় প্রসারিত হোক সমাজের শান্তি, মানবতার ধর্মে, আর সৎ কর্মে, মোরা অবশান ঘঠানো সকল ক্লান্তি এই শ্লোগানে বৃহত্তর আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির পথচলায়
বাজারকে ক্লিন ও  ফুটপাত মুক্ত রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান। রবিবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।    

অভিযানে উপস্থিত ছিলেন, বৃহত্তর আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ দিলওয়ার হোসেন জয়, সহ সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আহমদে,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজন আহমদ সাদ্দাম, অর্থ সম্পাদক মোঃ আমির আলী, দপ্তর সম্পাদক আব্দুল বাসিত লিমন, প্রচার সম্পাদক আব্দুল কাদির ইমন, সমাজ ও সাংস্কৃতিক সম্পাদক কছির আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোঃ ইদ্রিস মিয়া,, কার্যনির্বাহী সদস্য মনি দাস,

ব্যবসায়ী সমিতির কমিটির সভাপতি মোঃ দিলওয়ার হোসেন জয়, জানান, বৃহত্তর আখালিয়া নতুন বাজারকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এবং যানজটমুক্ত রাখতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি তাই উচ্ছেদ অভিযান। পরিচ্ছন্নতা আমাদের শক্তি। অপরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন সময় আমাদের ক্ষতির কারন হয়ে দাঁড়ায়। ডেঙ্গু সহ বিভিন্ন রোগ জীবানু থেকে রক্ষা পেতে আমরা নতুন বাজারকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করি। তিনি বলেন বাজারকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে তিনি ব্যবসায়ীসহ সবার সহযোগিতা কামনা করেন। আমাদের উচিত আমাদের চারপাশ পরিষ্কার রাখা, তবেই আমরা সুস্থ্য থাকতে পারব

You may also like

Leave a Comment