Home Bangladesh নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন আকমল হোসেন

নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন আকমল হোসেন

by Londonview24
0 comment

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সদস্য আকমল হোসেন।
গত ৩১ আগষ্ট রবিবার এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ভিপি নুরের উপর এ হামলা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত। গণঅধিকার পরিষদের আন্দোলন কোনো হামলা বা দমন-পীড়নে থামানো যাবে না। অতি উৎসাহীরা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলা করেছে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সদস্য আকমল হোসেন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের অন্যতম কারিগর ছিলেন ভিপি নুর।
তাঁর ওপর হামলা জুলাই বিপ্লবকে নস্যাৎ করার সুদূরপ্রসারী পরিকল্পনা। তাই এখন থেকে পরিকল্পনা নস্যাৎ করতে হবে। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ এবং গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেপ্তার এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির জোর দাবি জানান।

You may also like

Leave a Comment