Home Bangladesh সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন

সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন

by Londonview24
0 comment

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর উদ্যোগে হজ্জ এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে হজ্জ এজেন্সি সম্মেলন ২০২৫-এর আয়োজন করা হয়।
সম্মেলনে অতিথির বক্তব্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস আল্লাহ ঘরের মেহমান সম্মানিত হজ্জ এজেন্সি ও হাজীদের চাহিদা অনুযায়ী উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের ক্ষেত্রে ইউসিবি ব্যাংকের প্রতিশ্রুতির উপর জোর দেন। তিনি বলেন, এই ব্যাংক  অতিথে হাজীদের চাহিদা অনুযায়ী আর্থিক সমাধান প্রদানে আন্তরিকতার সাথে কাজ করছে আগামীতে ও  তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেটের সভাপতি মোহাম্মদ আব্দুল হক, সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, ইউসিবি ইসলামীক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন, সিলেট অঞ্চলের প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, ইউসিবি এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর প্রধান কার্যালয় ও সিলেট বিভাগের  ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিলেট অঞ্চলের বিশিষ্ট হজ্জ এজেন্সিগুলোর সক্রিয় অংশগ্রহণে সম্মেলনটি একটি সফল সংলাপে পরিণত হয়েছ, যা হাজীদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে ব্যাংক ও এজেন্সিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment