সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ১ম সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুফতি নেহাল উদ্দিন এর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সিলেট নগরীর বারুতখানাস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে মুফতি নেহাল উদ্দিনকে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ীদের কল্যাণে মুফতি নেহাল উদ্দিন সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। তিনি একজন সফল ব্যবসায়ী। তিনি সবসময় ব্যবসায়ীদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের দায়িত্ব পালনে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। ব্যবসায়ীদের ন্যায্য অধিকারে আদায়ে তাদের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন মুফতি নেহাল উদ্দিন। যার নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ অনেক দূর এগিয়ে এসেছে। আমরা তাঁর প্রবাস জীবনের সাফল্য কামনা করছি।
বক্তারা বলেন, ব্যবসায়ীরা দেশের বড় সম্পদ। দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের যেকোনো দুর্যোগে মানব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ীরা সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ান; যা নিঃসন্দেহে প্রশংসনীয়। বক্তারা বলেন, একজন সফল ব্যবসায়ী দেশের প্রবৃদ্ধি, সামগ্রিক টেকসই উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ১ম সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুফতি নেহাল উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি শাহ আহমদুর রব, নুরুল ইসলাম সুমন, লুৎফুর রহমান লিলু, বৃহত্তর কালীঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ কয়ছর আলী, সহ কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, মো. আফরুজ আলী, সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, শামিম চৌধুরী, দপ্তর সম্পাদক মো. আলা উদ্দীন, সাহিত্য সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, শিল্প সম্পাদক কয়েছ আহমদ সাগর, ব্যবসায়ী ইমরান আহমদ বখতিয়ার, শেখ নজরুল ইসলাম, আবজল হোসেন, লিটন আহমদ, আব্দুস সামাদ রুবেল, ফরহাদুজ্জামান চৌধুরী, গোলজার আহমদ জগলু, হারুন অর রশীদ, আবুল আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, আশফাক আহমদ, আব্দুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক সরোজ বাবু, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, শিক্ষা সম্পাদক মাহফুজুর রহমান মুন্না, সহ শিক্ষা সম্পাদক ইফতেখার আহমদ সুহেল, সহ সাহিত্য সম্পাদক বিজিত লাল, মহিলা সম্পাদিকা শেখ তাছরিমা আলী হেনা, সহ তথ্য ও গবেসণা সম্পাদক মিছবাউল করিম, সহ আন্তর্জাতিক সম্পাদক মাসুদ জাকী সহ শ্রম বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান, মো. আব্দুল্লা, তানিমুল ইসলাম, ফজল আহমদ, আব্দুল মন্নান, মো. আলা উদ্দীন, আবুল কায়ের, মো. মাহবুব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কামাল আহমদ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন।