ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ” সুনামগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাদ যোহর সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা নূর হোসেন আজিজ এর সভাপতিত্বে ও বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মাজিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওঃ কে. এম. নজমুল হক নছিব, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলার সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মাও. মফিজুর রহমান, মাও. ফখরুল ইসলাম, মাও. ফজলুল করিম, মাও. শাহ নুর আলম, মাও. লিয়াকত আলী।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে মাওলানা নূর হোসেন আজিজ-কে সভাপতি, মাওলানা মাজিদুল ইসলাম-কে সাধারণ সম্পাদক এবং মাওলানা ফজলুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।