জুলাই অভ্যুথানের বর্ষপূর্থি উপলক্ষে এক অনুষ্টানের আয়োজন করে নিউইয়র্ক কনস্যুলেট অফিস। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। যার ফলশ্রুতিতে আওয়ামীলীগের নেতাকর্মীরা নিউইয়র্ক কনস্যুলেট অফিসে হামলা করে।
লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অফ দ্যা পিপল এর উদ্যোগে উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন বিজনেস সেন্টারে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ও দপ্তর সম্পাদক কাওসার আহমদ এর পরিচালনায় এবং আসাদুজ্জামান সাফির সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে আসাদুজ্জামান সাফি বলেন, কনস্যুলেট অফিসে হামলা মানে একটি দেশের সার্বভৌমত্বের উপর হামলা। বিগত পনের বছর যারা দেশের সাধারণ মানুষের উপর অকত্য নির্যাতন করেছে তারাই এখন কনস্যুলেট অফিসে হামলার জন্য মদদ দিচ্ছে। তাছাড়া মাহফুজ আলম সম্পর্কে তিনি বলেন, মাহফুজ আলমকে নিয়ে অনেকের অনেক মতবিরোধ থাকতে পারে কিন্তু সবশেষে তিনি একজন জুলাই যোদ্ধা। আর একজন জুলাই যোদ্ধা হিসেবে মাহফুজ আলমের উপর অওয়ামীলীগ কর্তৃক হামলার তীব্র নিন্দা জানান। তাছাড়া যে বা যারা এই হামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত সকলকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী মোঃ মিজানুর রহমান, কাওসার বখত মুহিম, মিজানুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ লস্কর, জুমেল হুসাইন, আব্দুর রহমান, মোশাহিদ আলী, জুনায়েদ আহমদ, মারুফ উদ্দিন, মো: মাসুম আহমদ, আব্দুল্লাহ আল আমীন, তানভীর আহমদ চৌধুরী, বিপ্লব মাহমুদ, মো: হাফিজুর রহমান সহ আরো অনেকেই।