হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের অন্তর্গত অনূর্ধ্ব ১৮ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর আম্বরখানাস্থ মনিপুরী মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ও সিসিকের ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রদপ্রার্থী ওমর মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে ওমর মাহবুব বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। তিনি বলেন, মানসিক বিকাশ ও উন্নয়নে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সুস্থ্য বিনোদন, শরীরচর্চা ও খেলাধুলা আমাদের শারীরিক বিকাশ ও সুস্থ্যতায়ও খেলাধুলা ব্যাপক গুরুত্ব বহন করে। তাই প্রতিটি পাড়া মহল্লায় খেলাধুলার আয়োজর করে খেলাধুলায় উৎসাহী করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালা উদ্দিন সাকের, বিশিষ্ঠ সমাজসেবী ও ক্রিড়ানূরাগী জাবেদ সিদ্দিকী, বিশিষ্ঠ সমাজসেবী মছব্বির আহমদ, এসোসিয়েশনের সহ সভাপতি তামীম ইব্রাহীম, কোষাধ্যক্ষ আলভী আহমদ চৌধুরী, সমাজসেবী জাহিদ হাসান পাভেল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।